Bhuila Jodi Jabi lyrics by Johurul Islam Joni
বুকের ভিতর দুখের বাতি চিতার মতন জ্বলেভুইলা যদি যাইবা কেন পিরিত শেখালে বন্ধুআজও তোমায় ভুলি নাই আছো অন্তরায়দিবানিশি কাটে তোমার স্মৃতির যন্ত্রণায়আমার নামে গাইথামানা পড়াও কার গলায়মনটা আমার কাইন্দা মরে তুমি পাশে নাই তোর মধুর মধুর কথা এখন নিমের মত তিতাভালোবাসার ফাদ পাতিয়া দিলা বুকে ব্যাথাযতন করে রাখবা বলে মন কেড়ে নিলাপরমানুষই আপন কইরা করলা …