বুকের ভিতর দুখের বাতি চিতার মতন জ্বলে
ভুইলা যদি যাইবা কেন পিরিত শেখালে বন্ধু
আজও তোমায় ভুলি নাই আছো অন্তরায়
দিবানিশি কাটে তোমার স্মৃতির যন্ত্রণায়
আমার নামে গাইথামানা পড়াও কার গলায়
মনটা আমার কাইন্দা মরে তুমি পাশে নাই
তোর মধুর মধুর কথা এখন নিমের মত তিতা
ভালোবাসার ফাদ পাতিয়া দিলা বুকে ব্যাথা
যতন করে রাখবা বলে মন কেড়ে নিলা
পরমানুষই আপন কইরা করলা আমায় হেলা
চোখের নিচে কালি আমার মনটা পুড়ে ছাই
এত ভালো বাসলাম তুমি বুঝলা না আমায়
আমিও তো মানুষ বন্ধু রক্ত মাংসে গড়া
বাহিরটা যেমন তেমন ভেতরটা মরা
তোমার লাইগা আজও আমার পরাণটা উতালা
কেদে কেদে যায় যে এখন আমার সারাবেলা
প্রেমের জন্য জীবন আমার হইলো অসহায়
এমনি করে জীবন আমার থেমে যাবে হায়